আন্তর্জাতিক

নির্বাচন চলাকালীন জামিন পেলেন কেজরিওয়াল

নির্বাচন চলাকালীন জামিন পেলেন কেজরিওয়াল

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাঝেই স্বস্তির খবর পেলেন কেজরিওয়াল।

আবগরি মামলায় আম আদমি পার্টির (এএপি) এই প্রধান নেতাকে আবগারি মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল শুক্রবার।

এই শুনানি শেষে আদালত তাকে আগামী পহেলা জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন। ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২রা জুন আত্মসমার্পণ করতে হবে।

এর আগে গত ২১শে মার্চ রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করে।এসময় তার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।