খেলাধুলা

বাবর টানা ৩ ছক্কা হাঁকাতে পারলে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো

বাবর টানা ৩ ছক্কা হাঁকাতে পারলে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো

বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। বিশেষ করে তার কভার ড্রাইভ দেখার জন্য তো অনেক ক্রিকেটভক্ত অপেক্ষায় থাকেন, কখন মাঠে নামবেন এই পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু বাবরের সমালোচনাও এমনভাবে করা যায়, তা হয়তো অনেক অনেকেই ভাবতে পারবেন না। পাকিস্তানি জাতীয় দলের এই অধিনায়কের শক্তি-সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তার কঠোর সমালোচনা করেছেন তারই পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।

বাসিতের মতে, বাবর টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একেবারেই উপযুক্ত নন। টি-টোয়েন্টি মানেই তো চার-ছক্কা, আর সেখানেই বাবরকে দুর্বল মনে করেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। চার তো নয়, ছক্কা হাঁকানোতেই বাবরকে অক্ষম বলে মনে করেন তিনি।বাসিত মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর ভালো কোনো দলের বিপক্ষে টানা তিনটি ছক্কা হাঁকাতে পারবেন না। বড়জোর যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ছক্কা হাঁকাতে পারবেন বাবর।

শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি বাসিত। বাবরকে কটূক্তি করতে বড় এক চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি। বাসিত চ্যালেঞ্জে উল্লেখ করেন, বাবর যদি কোনো ভালো দলের ব্পিক্ষে টানা তিনটি ছক্কা হাঁকাতে পারেন, তাহলে তিনি নিজের ইউটিউব চ্যানেল ডিলেট করে দেবেন।নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাবরকে লক্ষ্য করে এমন অদ্ভুত চ্যালেঞ্জ করেন বাসিত এবং বাবরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে বলেন।

বাসিতের ভাষায়, ‘যদি বাবর বড় দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে টানা ৩টি ছক্কা হাঁকাতে পারেন, অবশ্যই যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে নয়, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো।তিনি বলেন, ‘সে (বাবর) যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে তার (বাবর) বলা উচিত যে, তিনি (বাবর) চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

আর যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, তাহলে তার (বাবর) পাকিস্তানের ইনিংস শুরু করা উচিত নয়।আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে বাবরের নেতৃত্বেই বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল।