খেলাধুলা

মাহমুদউল্লাহ-তামিমের প্রশংসায় লিটন

বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে মাঝের ওভারে সেই ধারবাহিকতা ধরে রাখতে পারেনি। তাতে লড়াই করার পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে তামিম ইকবালের দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর এক মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। ফলে ৮৬ রানের পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের।

ম্যাচের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতা অকপটেই স্বীকার করেন লিটন দাস। পরবর্তীতে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটারদেরও প্রশংসা করেন টাইগার অধিনায়ক, ‘৪০ ওভারের আগ পর্যন্ত আমরা ম্যাচেই ছিলাম। তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে।

উইকেট ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল না। আমরা ব্যাটিং ভালো করিনি। এদিকে বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে বড় রান করতে পারেননি কেউই। দলে ফেরা মাহমুদউল্লাহ করেন সর্বোচ্চ ৪৯ রান। এছাড়া ৪৪ রান করেন তামিম ইকবাল।

অভিজ্ঞ এই দুই ব্যাটারের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি বলতে চাই তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা ৪০-৫০ রান করেছে। আমাদের দুই সিনিয়র (তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ) দারুণ ব্যাটিং করেছে। বাকিদের পারফরম্যান্স ছিল গড়-পড়তা মানের।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: