খেলাধুলা

বজ্রপাতে মাঠেই প্রাণ গেল ফুটবলারের

প্রীতি ম্যাচ চলছিল ইন্দোনেশিয়ায়। হুট করেই স্টেডিয়ামে পড়ল বজ্রপাত। সঙ্গে সঙ্গেই প্রাণ হারালেন দেশটির ৩৫ বছর বয়সী এক ফুটবলার।

গত শনিবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে এফএলও এফসি বান্দুং ও এফবিআই সুবাংয়ের প্রীতি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে।

ম্যাচ চলাকালীন সুবাংয়ের ফুটবলার সেপ্তাইন রাহারজার শরীরে আঘাত করে বজ্রপাত। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হতবাক হয়ে যান তার সতীর্থরা।

ইন্দোশিয়ার সংবাদমাধ্যম জানায়, বজ্রপাতের আঘাত পাওয়ার পরও শ্বাস চলছিল সেই ফুটবলারের। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এর পরপরই মারা যান তিনি।

এর আগেই ইন্দোনেশিয়ায় বজ্রপাতে ফুটবলার আঘাত পাওয়ার নজির রয়েছে। ২০২৩ সালে সোয়েরাতিন অনূর্ধ্ব-১৩ কাপ চলাকালে পশ্চিম জাভার বোজোনেগোরোর এক তরুণ ফুটবলারকে আঘাত করে বজ্রপাত।

তখন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে ২০ মিনিট পর জ্ঞান ফেরে তার।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: