খেলাধুলা

ওয়ার্নারের বিদায়ী টেস্টে বাদ পড়লেন আফ্রিদি

ওয়ার্নারের বিদায়ী টেস্টে বাদ পড়লেন আফ্রিদি

আগামীকাল ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচের জন্য অপরিবর্তীত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ওপেনার ইমাম-উল-হক দল থেকে বাদ পড়েছেন। অভিষেক হতে যাচ্ছে আরেক ওপেনার সায়েম আইয়ুবের।

পেসার শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার সাজিদ খান। এরই মধ্যে ২-০-তে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।ইমাম পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৬২ রানের ইনিংস খেলেছিলেন। তবে পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংস ও মেলবোর্ন টেস্টের দুই ইনিংসেই হয়েছেন ব্যর্থ।

তাতেই একাদশ থেকে ছিটকে যান ইমাম।গত বিশ্বকাপে এই ওপেনার ওয়ানডে দল থেকেও বাদ পড়েন। ২১ বছর বয়সী সায়েম ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৬ ইনিংসে ৪৬.৪৭ গড়ে রান করেছেন ১০৬৯। ঘরোয়া ক্রিকেটে বেশ আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবেই পরিচিত সায়েম, যার বড় প্রমাণ প্রথম শ্রেণির ক্রিকেটেও তার স্ট্রাইক রেট ৭০।

আফ্রিদি এই সিরিজে কিছুটা দুর্ভাগাই। সিরিজের প্রথম দুই টেস্টে ভালো বোলিং করেও ২ টেস্টে উইকেট পেয়েছেন ৮টি। যেখানে সর্বশেষ ইনিংসেই পেয়েছেন ৪টি। অন্যদিকে এই টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন ডেভিড ওয়ার্নার। যে কারণে আলোচনার কেন্দ্রে এই ওপেনার।

সিরিজ হেরে গেলেও এই টেস্টে পাকিস্তানের পাওয়ার অনেক কিছু আছে। একটি জয়ই যে অনেক বড় পাওয়া হবে দলটির। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টানা ১৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। জিততে পারেনি গত ২৯ বছরে।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, মীর হামজা, আমের জামাল, হাসান আলী ও সাজিদ খান।

আরও খবর

Sponsered content