সারা দেশ

হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড মা-ছেলেসহ পাঁচজন

হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড মা-ছেলেসহ পাঁচজন

মানিকগঞ্জে পরকীয়ার জেরে মাজম বেপারী (৫০) নামের এক সবজি বিক্রেতাকে হত্যার দায়ে মা-ছেলেসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

 দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মকিমপুর গ্ৰামের মো. সোহাগ (৩০), সোহাগের মা হাবিয়া বেগম (৪৮), শাহীন ওরফে শাহিনুর ইসলাম ওরফে নেরন (৩৯), নাধন (৪৫) এবং ঢাকুয়া পাড়া গ্ৰামের আলমগীর হোসেন (৩৩)।

এছাড়া মামলার আসামি মো. খলিল, মো. আলী আকবর এবং মো. টুটুলকে খালাস দিয়েছেন আদালত।মামলার এজাহার ও মামলার রায়ে জানা যায়, পরকীয়ার জেরে সবজি বিক্রেতা মাজম বেপারীকে দণ্ডপ্রাপ্ত আসামিরা হত্যা করেন।

ওই ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।২০১৫ সালের ৩ আগস্ট রাত ২টার দিকে মাজম বেপারীকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরের দিন সকালে মাজম বেপারীর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।