বিনোদন

প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে ফেসবুক

প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে ফেসবুক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানান ইস্যুতে নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন এই অভিনেতা।

এবারও তার ব্যতিক্রম হলো না।মঙ্গলবার (৫ মার্চ) রাতে হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে যায়। সাধারণ ব্যবহারকারীর মতো তারকাদের মধ্যেও বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে বেশিরভাগ ব্যবহারকারীই ভেবেছিলেন— ফেসবুক হ্যাকড হয়েছে।অন্য সবার মতো জনপ্রিয় অভিনেতা চঞ্চলের অবস্থাও একই। পরে অবশ্য জানতে পারেন, সবার একই সমস্যা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করতেও দেরি করেননি চঞ্চল।

এদিন রাতেই তার ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

পাঠকদের সুবিধার জন্য চঞ্চলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরে হলো—

প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না…ভেবেছিলাম হ্যাক হয়েছে।
অনেক খারাপ লাগছিলো…..
যখন জানতে পারলাম সবারই একই অবস্থা,
তখন বেশ ভালো লেগেছিলো॥
মনে মনে ভাবছিলাম….যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো॥
এরপর যখন ফেসবুক ফিরে পেলাম….
তখন মনে হলো,এই এক ঘন্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে….
হায়রে ফেসবুক….!!!!
কোন নেশায় আক্রান্ত পুরো দেশ,পুরো বিশ্ব!!!!
আমিও এর বাইরে নই….
এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম???
সবাই একটু ভাবুন॥
এখনও আমরা সবাই পরীক্ষা করে দেখছি…..
একাউন্ট টা ঠিক আছে তো?????
ধন্য তুমি জুকারবার্গ/জাকারবার্গ!!!!!