8 September 2024 , 6:31:28 প্রিন্ট সংস্করণ
নাটোর পৌরসভার ছয়বার নির্বাচিত কাউন্সিলর ও এক নম্বর প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার ভোররাতে শহরের নিচাবাজার এলাকায় মাসুমের নিজ বাড়িতে ওই অভিযান চালানো হয়। এ সময় ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাট ও একটি গুলতি উদ্ধার করা হয়।
অভিযানের সময় মাসুমের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও তার স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে আটক করে যৌথবাহিনী। নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাসুম পরে রোববার সকালে নিজেই নাটোর সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত তিনজনকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।