বিনোদন

বিভ্রান্তি না ছড়াতে সাবিনা ইয়াসমিনের অনুরোধ

বিভ্রান্তি না ছড়াতে সাবিনা ইয়াসমিনের অনুরোধ

ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন— এমন খবরে যখন সোশ্যাল মিডিয়া সয়লাব ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন গানের এই কিংবদন্তি। অনুরোধ করেছেন বিভ্রান্তিমূলক তথ্য কিংবা সংবাদ না ছড়ানোর জন্য। এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমিন জানান, নিয়মিত চেকাপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷ তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন।

তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী বলেন, ‘ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে৷ ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ।

এসময় সাবিনা ইয়াসমিন সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ‘সবার প্রতি একটা অনুরোধ; অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতীকে বিভ্রান্তিতে ফেলবেন না৷ যা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িযে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়৷