16 January 2024 , 2:50:24 প্রিন্ট সংস্করণ
প্রেমিকাকে পাস করাতে পরীক্ষা দিতে গেলেন যুবক। নিলেন নারীর ছদ্মবেশ। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ধরা পড়ে যান হল পরিদর্শকের কাছে। ভারতের পাঞ্জাবে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই যুবকের নাম আংরেজ সিং। প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশে পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন।
৭ জানুয়ারি মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার পরীক্ষা দিতে বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সে যান আংরেজ।এসময় মেয়েদের পোশাক, হাতে চুড়ি, লিপস্টি ও টিপ পড়ে যান তিনি।
কিন্তু খুব দ্রুতই তিনি ধরা পড়ে যান। পরিদর্শকরা তাকে হাতেনাতে ধরে পুলিশকে জানান। পুলিশ জানায়, আংরেজ সিং অনেক চেষ্টা করেছেন চোখ ফাঁকি দেওয়ার। ভুয়া ভোটার ও আধার কার্ড তৈরি করেন তিনি।
সেটা দিয়ে প্রমাণের চেষ্টা করেন তিনিই আসলে পরমজিত কর। কিন্তু একটা সময় বায়োমেট্রিক পরীক্ষায় ধরা পড়ে যান তিনি। পরমজিৎ করের আবেদন প্রত্যাখ্যান করেছে প্রশাসন। আংরেজ সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।