1 March 2025 , 9:13:53 প্রিন্ট সংস্করণ
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হয় ছাত্র-জনতা।
গতকাল শুক্রবার বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের তৈরি মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দলের নাম। সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মীর মুগ্ধর বাবা। শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সমাজে ন্যায়বিচার যেন প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সবাই যেন মানবিক হয়ে উঠে ও সবাই মিলেমিশে দেশের কাজ করে এবং একটি বৈষম্যহীন, গণমুখী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা চাই।
মুগ্ধর বাবা আরও বলেন, তা যদি হয়, যারা শহীদ হয়েছে তাদের আশা পূরণ হবে। আন্দোলনের সময় মুগ্ধ আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়। পরবর্তীতে আন্দোলনে মুগ্ধ শহীদ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।