সারা দেশ

রবিজুল ইসলামের সুখের সংসার ৭ স্ত্রীকে নিয়ে

রবিজুল ইসলামের সুখের সংসার ৭ স্ত্রীকে নিয়ে

যুবক রবিজুল ইসলামের সুখের সংসার ৭ স্ত্রীকে নিয়ে। এক বাড়িতে, এক ছাদের নিচে তাদের বসবাস। নেই কোনো ঝগড়া-বিবাদ। ৭ বোনের মতোই মিলেমিশে থাকেন ৭ বউ। ঘটনা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার। রবিজুল জানায়, মায়ের মানত পূরণ করতেই এতগুলো বিয়ে করেছেন তিনি।

রবিজুল বলেন, ১৯৯৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে। সে ঘরে আছে দুই সন্তান। দ্বিতীয় স্ত্রী হেলেনারও রয়েছে দুই সন্তান ও তৃতীয় স্ত্রী নুরনাহারের এক সন্তান। আর গেল তিন মাসেই করেছেন ৩টি বিয়ে। সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে আসেন ৭ম স্ত্রী মিতা খাতুন। প্রথম স্ত্রী ছাড়াও অন্য স্ত্রীদের সাথেও রবিজুলের সামাজিকভাবে জানাশোনার মাধ্যমেই বিয়ে হয়েছে বলে জানান রবিজুল।

মায়ের করা মানত পূরণ করতে এতোগুলো বিয়ে করলেও সব মিলিয়ে সুখে রয়েছেন। ৭ স্ত্রীই তাকে খুব ভালোবাসেন বলে জানিয়েছেন তিনি।রবিজুলের স্ত্রীরা জানান, তারা ৭ জনই বোনের মতোই থাকেন। নিজেদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ নেই। মিলেমিশে আছেন। আর বিষয়টা তারা উপভোগও করেন। তারা জেনেশুনেই বিয়ে করেছেন রবিজুলকে।

এদিকে, বর্তমান সময়ে যেখানে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে অহরহ, সেখানে ৩৮ বছর বয়সী রবিজুলের ৭ স্ত্রী নিয়ে একই ছাদের নিচে বসবাস এলাকাবাসির কাছে রূপকথার মতোই মনেহয়। স্থানীয়রাও জানান, ৭ বউকে মিলেমিশে থাকতেই দেখে আসছেন সবসময়।