সারা দেশ

আবারও বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

আবারও বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গা দর্শনা বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে। নিহতরা ছিলেন গরু ব্যবসায়ী। তারা অবৈধভাবে গরু আনার জন্য ভারতে ঢুকেছিলেন এসময় দেখতে পায় বিএসএফের সদস্যরা।

গতরাত যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে মারা গেছেন। নিহতদ্বয়ের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সদর দর্শনা থানার অধিন ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০) গরু ব্যবসায়ী।

গরু আনার জন্য তারা ভারতে গিয়েছিলেন। গত রাতের যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। সেখানে ময়না তদন্তের পর ভারতীয় পুলিশ লাশ ফেরত দিতে পারে।

আরও খবর

Sponsered content