খেলাধুলা

ফাইনালে ওঠার মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ফাইনালে ওঠার মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই অন্যরকম আবহাওয়া। হোক সেটা জাতীয় দল কিংবা বয়ভিত্তিক পর্যায়। গত কয়েক বছরে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার লড়াই বেশ জমে ওঠেছে। এবার এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি দুই দল। ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। সরাসরি দেখা যাচ্ছে গ্রিন টিভি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইউটিউব চ্যানেলে।

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুবা টাইগাররা। সর্বশেষ বুধবার (১৩ ডিসেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, ২০২০ সালে ভারতকে হারিয়ে যুবাদের বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ২০২০ এ ভারতকে হারালেও গত যুব বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। বছর খানেক পরে এবার যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে সেই প্রতিশোধ নেয়ার সুযোগ জুনিয়র টাইগারদের সামনে।