খেলাধুলা

এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে জড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ ক্লাবের সঙ্গে

প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাতে নিজের চুক্তির মেয়াদ বাড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। নবায়ন করা চুক্তি অনু্যায়ী চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলকিপার।

৩১ বছর বয়সী মার্টিনেজ আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন ২০২০ সালে। চুক্তির পরিমাণ ছিল ১৭ মিলিয়ন পাউন্ড। এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ মৌসুমে ৩৪ প্রিমিয়ার লিগ ম্যাচে তার ক্লিন শিট ছিল ৯ ম্যাচে।

উনাই এমেরির দল চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে। এই গ্রীষ্মেও আলবিসেলেস্তেদের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে অন্যতম ভূমিকা ছিল তার।

প্রসঙ্গত, সবশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ভেঙে দেয় উরুগুয়ের সর্বোচ্চবার শিরোপাজয়ের রেকর্ডও। ফিফা বিশ্বকাপসহ কোপা আমেরিকাতেও গোল্ডেন গ্লাভস জেতেন এমিলিয়ানো মার্টিনেজ।

আরও খবর

Sponsered content