12 December 2023 , 5:16:15 প্রিন্ট সংস্করণ
চলতি বছরের জানুয়ারিতে পিএসজি এবং আল-নাসর ম্যাচে শেষবার একে অন্যের মুখোমুখি হয়েছিলেন সময়ের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। রোনালদো সৌদি আরবে যাওয়ার পর প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই মহাতারকা।
এরপর কালের চক্রে মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মেসি-রোনালদো দ্বৈরথ আরও একবার দেখা যাবে, এমন বাজি ধরার পক্ষে কেউই হয়ত ছিলেন না। মাঝে ডিসেম্বরের শুরুর দিকে মায়ামি-আল নাসর ম্যাচের খবর দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তবে তখন এই খবর নাকচ করে দিয়েছিল মেসির ক্লাব মায়ামি। অবশ্য কিছু দিন পার হতেই মিলল সেই খবরের সত্যতা।
তবে সব ঠিক থাকলে আরও একবার একইসঙ্গে ফুটবল পিচ ভাগাভাগি করতে দেখা যাবে এই দুজনকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ।মেসির ক্লাব ইন্টার মায়ামি তাদের আন্তর্জাতিক সফরের সূচিতে খেলবে রোনালদোর আল নাসরের বিপক্ষে।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।শুধু কি তাই, একইসফরে মেসি খেলবেন তারই বন্ধু নেইমার জুনিয়রের ক্লাব আল-হিলালের বিপক্ষে। ২৯ জানুয়ারি হবে সেই খেলা। তবে বড় রকমের ইনজুরিতে পুনর্বাসনে থাকা নেইমারের মেসির বিপক্ষে খেলতে না নামার সম্ভাবনাই বেশি।
নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরেই বড় দুই ম্যাচে মাঠে নামছে ইন্টারমায়ামি।মায়ামির বিবৃতিতে আরও জানানো হয়েছে, উইবুক ওয়েবসাইটে গিয়ে এই ম্যাচের টিকিটি কাটা যাবে। এ ছাড়া কোথায় ম্যাচটি সম্প্রচার করা হবে, সঙ্গে আরও নতুন তথ্য পরে জানানো হবে। অন্য প্রাক মৌসুম সফর সম্পর্কেও আসছে সপ্তাহে জানানো হবে।
এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে মেসিরা মায়ামি খেলবে এল সালভাদরের বিপক্ষে। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে তারা।ইন্টার মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেছেন, ‘এটা ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ।
সৌদি আরবের নতুন সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা রোমাঞ্চিত। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মৌসুমে আমাদের কৌশল ঠিক করতে ভূমিকা রাখবে। আমরা আমাদের গ্রুপের দুই ম্যাচ আল নাসর-আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।ডিসেম্বরের শুরুর দিকে মায়ামির এই খবরের সংবাদ দিয়েছিল বার্তা সংস্থা এএফপি।
তবে তখন এই খবর নাকচ করে দিয়েছিল মেসির ক্লাব মায়ামি। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের হয়ে পিএসজির মুখোমুখি হয়ে ৫-৪ গোলে হেরেছিলেন। পিএসজির হয়ে সে ম্যাচে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে খেলেছিলেন। সেই ম্যাচে জোড়া করেছিলেন রোনালদো। গোল করেছিলেন মেসিও।
মেসি ও রোনালদো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, অ্যাসিস্ট করেছেন ১২ বার। রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা করেছেন ১ বার।