রাজনীতি

লিফলেট বিতরণ করেছে বিএনপি সরিষাবাড়ীতে

লিফলেট বিতরণ করেছে বিএনপি সরিষাবাড়ীতে

ডামী নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের প্রতি জনগণের প্রতি সহযোগীতা ও নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে জামালপুরের সরিষাবাড়ী বিএনপি। বিএনপিসহ সরকার বিরোধী সমমনা দলের আহবানে অবরোধ কর্মসচীর সমর্থন কামনা করে আগামী ৭ই জানুয়ারী প্রহসনের ডামী ভোটের খেলা বর্জনসহ ভোট গ্রহনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়ীত্ব পালন থেকে বিরত থাকার আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরন করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) সরকার বিরোধী কর্মসূচীর সমর্থনে জামালপুর জেলা বিএনপি‘র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে উপজেলার ইউনিয়নের বয়ড়া বাজার, পুঠিয়ারপাড়, শিমুলতাইর, মোনারপাড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচীতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, বিএনপি নেতা চান মিয়া চানু, আহমদ আলী সরকার, জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুম মিয়াসহ নেতাকর্মীরা অংশ নেন। অপরদিকে ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার, জয়নগর মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর খান, অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল প্রমূখ। কর্মসূচীতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।