সারা দেশ

নদীতে দুই লঞ্চের সংঘর্ষ প্রাণ গেল যুবকের ঘন কুয়াশায় মাঝে

নদীতে দুই লঞ্চের সংঘর্ষ প্রাণ গেল যুবকের ঘন কুয়াশায় মাঝে

ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার ইলিশায়। ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুরভী-৮ লঞ্চের এক যাত্রী জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াইশ’ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

ওই যাত্রী আরও জানান, এ ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামের এক যাত্রী মারা যান। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: