6 April 2025 , 11:23:09 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ
শিশুদের মেধা বিকাশ ও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪ টা থেকে সন্ধা পর্যন্ত গজল, কবিতা আবৃত্তি, খেলাধূলা, সিঙাড়া, বেলুন, চকলেট ও আইসক্রিম প্রদান, আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনু্ষ্িঠত হয়ে গেল জান্নাতি পাখি শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী ঈদ আনন্দ উৎসব ২০২৫।
গড়াই নদীপাড়ের রংধনু রেষ্টুরেন্ট চত্বওে এমন ব্যতিক্রমী আয়োজন বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম। অন্ষ্ঠুানে উপজেলার বিভিন্ন এলাকার ৫ থেকে ১১ বছর বয়সি শতাধিক শিশু অংশ নেয়।
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রাম পত্রিকার কুমারখালী সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক সোহেল আমিন বাবু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান মধু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুদ্দিন মজনু, অ্যাডভোকেট রবিউল ইসলাম, ব্যবসায়ী সাদ্দাম হোসেন, মৃদুল, শিক্ষক ও লেখক আবুল হাশিম, সারফুজ্জামান সারফু প্রমূখ।
প্রধান অতিথি কবি, ছড়াকার ও সাহিত্যিক সোহেল আমিন বাবু তার বক্তব্যে বলেন, শিশুদের সাধারণত অভিভাবকরা বিভিন্ন পার্ক বা অন্যান্য বিনোদনের জন্য নিয়ে যান। এতে প্রকৃত মেধা বিকাশ হয়না। সুস্থ্য বিনোদন ও মেধা বিকাশে স্বেচ্ছাসেবি সংগঠনটি সৃজনশীল আয়োজন করেছে যা চমৎকার।
এমন আয়োজন সম্পর্কে পান্টি বাজার এলাকা থেকে আগত শফিকুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, বড়দের নিয়ে নানা আয়োজন থাকলেও সাধারণত শিশুদের জন্য বিশেষ কিছু থাকেনা। তবে ইয়থ ডেভেলপমেন্ট যে আয়োজন করেছে তা ব্যতিক্রমী। এতে শিশুদের ঈদের আনন্দ দ্বিগুন বেড়েছে।
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপল বলেন, জান্নাতি পাখিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং মেধা বিকাশের লক্ষ্যে গজল, কবিতা আবৃত্তি, খেলাধূলা, চকলেট, আইসক্রিম প্রদানসহ নানান আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শিশুদের নিয়ে এজাতীয় অনুষ্ঠানের আয়োজন কুমারখালীতে এটাই প্রথমবারের মত বাস্তবায়ন হলো। অনুষ্ঠানে শিশুদের বাস্কেট বল নিক্ষেপ ও মায়েদের বালিশ বদল খেলা সবাইকে অনন্দে আন্দেলিত করে। অনুষ্ঠানে আলোকিত শিল্পী গোষ্ঠি কুষ্টিয়ার শিল্পী সোহাগ ও মুন্সী শিশুতোধ সংগীত পরিবেশন করে।