28 November 2023 , 12:21:32 প্রিন্ট সংস্করণ
পাবনার ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের (ধোয়া-মুছা) জন্য দাঁড়িয়ে ছিল। আগামীকাল এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রেণে আনা হয়। এতে ট্রেনটির ১৫টি সিট পুড়ে গেছে।