সারা দেশ

মা-মেয়ে ধর্ষণ পলাতক আসামি হারুন ঢাকায় গ্রেপ্তার

মা-মেয়ে ধর্ষণ পলাতক আসামি হারুন ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ঘরে সিঁধ কেটে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি হারুন ওরফ গরু হারুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকা থেকে নোয়াখালীতে আনার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে বুধবার বিকেলে মেহেরাজ নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী শিশুটি। একই সঙ্গে মামলার প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের ৭দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন।