খেলাধুলা

৪০২ রান তাড়া করে জয়ের পর যা বললেন বাবর

কথায় আছে-ভাগ্য নাকি সাহসীর সঙ্গে থাকতেই পছন্দ করে। সেটাই আরো একবার সত্যি প্রমাণ করল পাকিস্তান।পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙে পড়েনি, বরং উড়ন্ত শুরু করেন বাবর আজম-ফখর জামান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মধ্যেই হানা দেয় বৃষ্টি।

আর সেটাই যেন আর্শীবাদ হয়ে এলো বাবরদের জন্য। বৃষ্টিতে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানে জিতেছে পাকিস্তান।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ৪০২ রানের টার্গেট তাড়ায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ড্রেসিং রুমে সবাইকে একটি বার্তা দিয়েছিলাম যে আমারা পার্টনারশি গড়তে পারলে জয় সম্ভব।

বাবর আজম আরও বলেন, আমরা ব্যাটিংয়ের সময়ে জানতাম যে বৃষ্টি আসছে। কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টি হবে এমনটি মনে করিনি। সত্যি বলতে, আমরা শুধু পার্টনারশিপ গড়ে এগোতে চেয়েছিলাম। ফখর জামানকে আমি বেশি স্ট্রাইক দিতে চেয়েছিলাম।

বাবর আরও বলেন, সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ নিউজিল্যান্ড আর পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের জয়ের কোনো বিকল্প নেই। যে কারণে আমরা শতভাগ দেওয়ার জন্য চেষ্টা করেছি। পরের ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: