সারা দেশ

কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি-রিটার্নিং কমকর্তা দেখা যায়নি ভোটার

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।এদিকে সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি।

এসময় কেন্দ্রটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা প্রশাসক (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ, রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান।

এসময় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। এ কেন্দ্রে প্রায় দেড় ঘণ্টায় ৮০ জন ভোটার ভোট দিয়েছেন। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোন অভিযোগ শুনিনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, নির্বাচনী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। আমাদের প্রায় ১ হাজার পুলিশ নিরাপত্তায় কাজ করছে। এছাড়া র‍্যাব-বিজিবি ও আনসার সদস্যরাও নিশ্চিত রয়েছে। নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান রইল।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্যে আমাদের বিভিন্ন নির্দেশনা চলমান রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। ৩ নভেম্বর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক ভোটকেন্দ্র এলাকায় নিয়োজিত রয়েছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: