19 June 2025 , 8:11:49 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ :
কুষ্টিয়ায় প্রয়াত চার এ্যাডভোকেটের জন্য শোক সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার আইনজীবী সমিতির পদ্মা ভবনের হল রুমে এ্যাডঃ কাজী সাইফুদ্দিন বাপী, অ্যাডঃ নুরুল ইসলাম দুলাল, এ্যাডঃ এস, এম আমিরুল ইসলাম ও এ্যাডঃ আসমত আলী সরকার সদ্য মৃত্যুবরণ করায় সমিতির আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে মাননীয় জেলা ও দায়রা জজ সুফিয়া খানমের এজলাসে তাঁর সভাপতিত্বে ফুল কোর্ট রেভারেন্স এক শোক সভায় আইনজীবিরা অংশ গ্রহন করেন।
জেলা আইনজীবি সমিতির সেক্রেটারী এ্যাড: শাতিল মাহমুদ এর পরিচালনায় এসময় আইনজীবিদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি হারুন অর রশীদ, মাহাতাব উদ্দিন , সিরাজুল ইসলাম প্রমূখ । দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম বীন ইউসুফ।










