12 December 2023 , 3:04:59 প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হাসান সাগর (২৩) নামের ছাত্রলীগ এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারই দুই বন্ধু নাঈম ও সাজিদ। সোমবার (১১ ডিসেম্বর) রাতে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর (২৩) আলমডাঙ্গা পৌর এলাকার মৃত শরিফুল ইসলাম মুনতার ছেলে। সাগর আলমডাঙ্গা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সে সরকারি কলেজ ছাত্রলীগ নেতাও ছিলেন। আহত দুজন হলেন, পৌর এলাকার কলেজপাড়ার নাইম জোহান (২৪) ও সাজিদ ইসলাম (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে মোট ৬ জন বন্ধু ছিল। রাতে দুই মোটরসাইকেল পাল্লা দেওয়ার সময় একটি কুমারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক মোটরসাইকেলের আরোহীসহ তিন বন্ধু ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যান।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর দুই বন্ধুকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নাঈমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ না থাকাই আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।