সারা দেশ

বজ্রপাতে ইউপি সদস্যর মৃত্যু

বরগুনার আমতলীতে রবিবার সকালে বজ্রপাতে চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মস্তফা বিশ্বাস (৬৫)মৃত্যু হয়েছে ।

জানা গেছে ,২৪ সেপ্টেম্বর রবিবার সকাল ৯.২০ এর সময় আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালীস্থ কুয়াকাটা বরিশাল মহাসড়কের পাশে ফসলী জমিতে কাজ করে বাড়ি যাওয়ার সময় মস্তফা বিশ্বাস (৬৫)এর ওপর বজ্রপাত হয়।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মস্তফা বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামীলীগগ সভাপতি পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান , চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বরগুনা জেলা পরিষদ সদস্য মো. আহরুজ্জামান আলমাস খান প্রমুখ।