বিজ্ঞান ও প্রযুক্তি

১৩০ ফুট গ্রহাণু এগিয়ে আসছে

১৩০ ফুট গ্রহাণু এগিয়ে আসছে

পৃথিবীর কাছাকাছি এগিয়ে আসছে ১৩০ ফুট গ্রহাণু। গ্রহাণুটি নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ দ্বারা ‘গ্রহাণু ২০০৭ ইজি’ হিসাবে মনোনীত করা হয়েছে।

১৯৭৬ সালে পালোমার অবজারভেটরিতে প্রথমবার গ্রহাণু ২০৬২ অ্যাটেন আবিষ্কার করেছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ইলেনর হেলিন।

আর পৃথিবীর দিকে এগিয়ে আসা এই গ্রহাণুটি অ্যাটেন গ্রুপেরই অন্তর্গত।

নাসা জানিয়েছে, গ্রহাণু ২০০৭ ইজি বিপজ্জনক গ্রহাণু নয়। আর আকারের দিক থেকে গ্রহাণু ২০০৭ ইজি প্রায় ১৩০ ফুট চওড়া।

%d bloggers like this: