27 August 2024 , 4:15:08 প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারীতে মোবাইল দেখতে না দেওয়ায় বোনের সাথে অভিমান করে সোহাগ মিয়া (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মৃত কিশোর সোনাহাট আল কারিম ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকার সজল মিয়ার ছেলে। পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন জানান, মৃত কিশোর একজন মাদ্রাসা ছাত্র।
তার মোবাইলের প্রতি খুব আসক্তি ছিলো। সোমবার সকালে তার ছোট বোনের সাথে মোবাইল দেখা নিয়ে ঝগড়া বাধে। পরে ছেলেটির বাবা মোবাইল ফোনটি বন্ধ করে লুকিয়ে রেখে কাজে যায়।
সোহাগ মোবাইল না পেয়ে রুমে ঠুকে কান্নাকাটি করে একপর্যায়ে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।






