খেলাধুলা

আবারও মেজাজ হারিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

আবারও মেজাজ হারিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

মেজাজ হারিয়ে ফের শাস্তি পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লাল কার্ড দেখানোয় রেফারির সঙ্গে ঝগড়াও করেন সিআর সেভেন। ‍যে কারণে তাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয় তাকে আর্থিক জরিমানাও করা হয়। গতরাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে রোনালদোর দল আল নাসরকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় আল হিলাম।

খেলা শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে ধাক্কা দেন রোনালদো। রেফারির মনে হয়েছিল, ইচ্ছা করেই বেশ জোরে আঘাত করেছেন তিনি। তাই রেফারি রোনালদোকে লাল কার্ড দেখান।রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিআর সেভেন। তিনি রেফারির সঙ্গে ঝগড়া করেন।

এক ভিডিওতে দেখা যায় রেফারির মুষ্টিবদ্ধ হাত তুলে কি যেন দেখাচ্ছেন রোনালদো। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান।পরে ম্যাচ রেফারি যে রিপোর্ট জমা দেন, তার উপর ভিত্তি করে রোনালদোকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে।

এর আগে মাঠে লিওনেল মেসির নাম শুনে দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করায় নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আবারও শাস্তি পেলেন তিনি।

রোনালদোর শাস্তি সম্পর্কে আল হিলালের কোচ হোর্হে হেসুস বলেন, ‘রোনালদো এখনও এই বয়সে অনেক শক্তিশালী এক ফুটবলার। সে সব সময়ই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

তবে লম্বা ক্যারিয়ারে সে হারতে ভালোবাসে না। যে কারণে এই ম্যাচে দল যখন হেরে যাচ্ছিলো, তখন তার মাথা ঠিক রাখা কঠিন।