22 August 2024 , 11:29:53 প্রিন্ট সংস্করণ
ভারী বর্ষণ ও উজান থেকে থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামমুখী লেন ডুবে গেছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে যানজট। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে যানজট শুরু হয়।
এখন পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।
এতে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা।বাস চালক মো. ফিরোজ বলেন, এক কিলোমিটার সড়ক অতিক্রম করতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। সড়কে এভাবে পানি থাকলে যানজট আরও দীর্ঘ হবে।
মিয়া বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।