সারা দেশ

বিয়ের গাড়িতে হামলা ভাঙচুর আটক ৪জন

কুষ্টিয়ার কুমারখালীতে বউ ও বরযাত্রীবাহী প্রাইভেট কার ও মাইক্রোবাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বেশ কয়েকজন বখাটে। এ ঘটনায় তাদের বহনকারী গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত হয়ে পড়েন বউ ও বরযাত্রীরা।

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ ঘটনা ঘটে।হামলার শিকার বরযাত্রীরা জানান, বিকেলে কুমারখালীর জিলাপীতলা এলাকা থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় যাচ্ছিলেন।

এ সময় হঠাৎ করেই বউ বহনকারী প্রাইভেট কারের সামনে এসে দাঁড়িয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বখাটেরা। পরে পেছনে থাকা বরযাত্রী বহনকারী মাইক্রোবাসেও হামলা চালানো হয়।এ ঘটনা তাৎক্ষণিকভাবে কুমারখালী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ৪ জনকে আটক করে। তবে এ ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে বরযাত্রী বহনকারী গাড়িচালক রাশেদ ও রফিকুল জানান, সেতুর ওপর দিয়ে তাদের গাড়ি বেশ ধীরেই চলছিল। সেতুর ঠিক মাঝখানে পৌঁছাতেই ১০ থেকে ১২ জন বখাটে তাদের পথরোধ করে। এরপরই শুরু করে হামলা-ভাংচুর। এ সময় চাঁদাও দাবি করা হয়।

ঘটনাস্থলে আসা কুমারখালী থানার এসআই রিপন আলী জানান, ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পূর্বের কোনো বিরোধে এমন কিছু ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: