সারা দেশ

আবারও পাচারকালে তাহিরপুর সীমান্তে ইলিশ মাছ জব্দ

ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার বিকালে লাউড়েরগড় ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাহিদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ জব্দ করা হয়।

 বিজিবি জানায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্ব একদল বিজিবি সদস্য অভিযান চালায়।

এসময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার বাসিন্দারা ইলিশ মাছ পায় না। আর চোরাকারবারিরা দেশের সম্পদ বিদেশে পাচার করছে বেশি টাকা লাভের আশায়।

এদের আইনের আওতায় আনা প্রয়োজন। এ বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এছাড়াও মাদক, চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেয়া হবে না।