বিনোদন

অবশেষে আলোর মুখ দেখছে মান্নার শেষ ছবি

অবশেষে আলোর মুখ দেখছে চিত্রনায়ক মান্না অভিনীত শেষ ছবি। মৃত্যুর আগে ‘লীলামন্থন’ নামে ছবিটির কাজ শুরু করেছিলেন মান্না। তবে সেন্সর জটিলতার কারণে পরে নাম পরিবর্তন করা হয় ছবিটির।

অবশেষে নায়কের মৃত্যুর ১৫ বছর পর ‘জীবন যন্ত্রণা’ শিরোনামে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ১৫ ডিসেম্বর।বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন ‘জীবন যন্ত্রণা’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। যৌথভাবে ছবিটি পরিচালনাও করেছেন তিনি।

মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত ছবিটিতে মুক্তিযুদ্ধে যৌনকর্মীদের অংশগ্রহণের বাস্তবচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মুক্তিযুদ্ধে যৌনকর্মীদের অংশগ্রহণের কাহিনী নিয়ে নির্মিত ছবিটিতে দেখানো হয়েছে, মুক্তিযুদ্ধের সময় নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন যৌনকর্মীরা।

জাহিদ হোসেনের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘জীবন যন্ত্রণা’ যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন এবং ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, আনোয়ারা, প্রার্থনা ফারদিন দীঘি, আলীরাজ, বাপ্পারাজ, মিশা সওদাগর, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

ছবির শেষ দৃশ্যে অভিনয় করার আগেই ২০০৮ সালে হার্ট অ্যাটাকে মারা যান মান্না। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় মান্নার শহীদ হওয়ার দৃশ্য সংযোজন করা হয়।

আরও খবর

Sponsered content