খেলাধুলা

সমতায় ফিরলো বাংলাদেশ বড় জয় দিয়ে

তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিলো বাংলাদেশ। এ ম্যাচে জয়ের জন্য বদ্ধপরিকর ছিলো টাইগার বাহিনী। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় নিয়ে ১-১ সমতায় ফিরলো স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান বাহিনী নির্ধারিত ওভারে ৫ ইউকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ১৮ ওভার ১ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৩৮ বল খেলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন।৩২ রান করেন তৌহিদ হৃদয়। ২২ বলে ২৬ রান করে পাথিরানার প্রথম ওভারে ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সৌম সরকার।

নিজের দ্বিতীয় ওভারে এসে পাথিরানা তুলে নেন লিটনের উইকেটও। আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ২৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন লিটন।এর আগে প্রথম টি-টোয়েন্টিতে অভিষিক্ত জাকের আলি অনিক এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংস সত্ত্বেও মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ।

বড় রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়ের আশা শেষ ওভার পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন ৩৪ বল খেলে ৬৮ রানের ইনিংস খেলা জাকের। বিশেষভাবে সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন জাকের। নিজের ইনিংসে ৬টি ছক্কা হাঁকান জাকের।

যা শুধুমাত্র একজন অভিষেক ব্যাটার হিসেবেই নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোন ব্যাটারের পক্ষেও সর্বোচ্চ।শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১৫ বারের মোকাবেলায় ১০টিতে হেরেছে বাংলাদেশ, জিতেছে ৫টিতে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: