সারা দেশ

স্ত্রীকে নকল সরবরাহ স্বামীর ২বছরের কারাদণ্ড

য়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ করায় সাইফুল ইসলাম (২২) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া নকল সরবরাহের দায়ে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।

এ সময় তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাওয়া যায়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া জানান, নকল সরবরাহের অপরাধে দণ্ডপ্রাপ্ত যুবক সাইফুল ইসলাম নিজ এলাকার এক ব্যক্তির কাছ থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উক্ত যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে জেল ও জরিমানা করে পুলিশে সোপর্দ করেন।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: