সারা দেশ

বরিশালে শেখ হাসিনা জনসভাস্থলে মানুষের ঢল

বরিশালে শেখ হাসিনা জনসভাস্থলে মানুষের ঢল

নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ ৫ বছর পর বরিশাল গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউসে পৌঁছান। সেখান থেকে বিকেল পৌনে ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থলে যাবেন।এদিকে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছার আগেইকানায় কানায় পূর্ণ হয়ে গেছে বঙ্গবন্ধু উদ্যান। সকাল থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন।

সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড থেকে আসা ইকবাল মুন্সী বলেন, ‘বিকেল তিনটার পর সমাবেশ শুরু হবে। সকালেই সমাবেশস্থলে চলে এসেছি। নেত্রীর ভাষণ কাছ থেকে শুনতে চাই। সমাবেশের মঞ্চে বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়।

এরপরে সঞ্চালনা শুরু করেন নির্ধারিত সঞ্চালক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।সমাবেশে প্রবেশের জন্য দক্ষিণ দিকে একটি মূল গেট খোলা রয়েছে। এছাড়া চারদিকে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সাদা কাপড় দিয়ে চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। সমাবেশের মাঠে তিন স্তরে সেন্সরযুক্ত নিরাপত্তা গেট দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার জানিয়েছেন, জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল তিনটার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন। জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।