9 July 2024 , 6:33:45 প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের দেলদুয়ারে ওঠানে মাটি কাটা নিয়ে সৃষ্ট বিবাদে প্রতিপক্ষ দেবরের ধাক্কায় ভাবির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের জানমাহমুদাবাদ (বটতলা) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বটতলা গ্রামের মৃত তহিজ উদ্দিনের দুই ছেলে আব্দুল করিম ও আব্দুর রাজ্জাকের মধ্যে বাড়ির জায়গা জমি নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন ওঠানে মাটি কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিবাদ তীব্র আকার ধারণ করে।
উভয়ের কথা কাটাকাটির মাঝে আব্দুল করিমের স্ত্রী সুখিতন (৫০) এগিয়ে গেলে আব্দুর রাজ্জাক তাকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় জানমাহমুদাবাদ কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়।
পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুখিতনকে মৃত ঘোষণা করেন।দেলদুয়ার থানার ওসি প্রদ্যুৎ সরকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।