খেলাধুলা

এবার পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন ওয়াটসন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। এছাড়াও আইপিএল, মেজর লিগ ক্রিকেটেও কোচিং করাতে দেখা যা তাকে।

গুঞ্জন শোনা যাচ্ছে এবার পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়াটসন।সামা টিভি জানিয়েছে, ওয়াটসনকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে পিসিবি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান মহসিন রাজা নাকভি।

গুঞ্জন আছে পিএসএলের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন ওয়াটসন।এদিকে পাক প্যাশন জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের পাশাপাশি নাম এসেছে আরও দুজনের।

যেখানে ড্যারেন স্যামির সঙ্গে আছেন মাইক হেসনও। তারা দুজনও এবারের পিএসএলে কোচ হিসেবে কাজ করছেন। যেখানে মেন্টর হিসেবে দেখা যেতে পারে ভিভ রিচার্ডসকে।

এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

কারণ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: