খেলাধুলা

দুর্দান্ত গোল করেও দলকে জেতাতে পারলেন না মেসি

গ্যালারিতে বসে ইন্টার মায়ামির টানা তিন হার দেখেছিলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওই ম্যাচগুলো খেলতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা। ইনজুরি কাটিয়ে মায়ামির জার্সিতে মাঠে ফিরেন তিনি। তবে তারকা এই ফুটবলার নিজের প্রত্যাবর্তনটা জয় দিয়ে রাঙাতে পারলেন না।

মেসির গোলের পরও কলোরাডো র‌্যাপিডের বিপক্ষে জিততে পারলো না মায়ামি। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।ঘরের মাঠে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। পেনাল্টিতে গোল হজম করে স্বাগতিক দল। কলোরাডোর হয়ে গোলটি করেন রাফায়েল নাভেরো।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল করে দলকে সমতায় ফেরান মেসি। এর মাত্র ৩ মিনিট পর স্বাগতিকদের হয়ে আরও একটি গোল করেন লিওনার্দো অ্যাফোনসো। এতে মায়ামি এগিয়ে যায় ২-১ গোলে। ম্যাচে মায়ামির জয় যখন সুনিশ্চিত মনে হচ্ছিল, তখনই ৮৮ মিনিটে গোল করে পরাজয় এড়ায় কলোরাডো।

এ ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। এর আগে মেসির ম্যাচ খেলার ফিটনেস নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে এদিন অন্তত ১০ মিনিট খেলানোর কথা জানিয়েছিলেন মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: