সারা দেশ

বাড়িতে নেমে গেলেন চালক বাস নিয়ে খাদে পড়লেন হেলপার

বাড়িতে নেমে গেলেন চালক বাস নিয়ে খাদে পড়লেন হেলপার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন।জানা যায়, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে চলাচলকারী ডিএম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়।

তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন। কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান।

পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন।গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন।

৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।গুরুতর আহতরা হলেন- শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।সিরাজদিখান ফায়ার সার্ভিস জানায়, বাসের ভেতরে তল্লাশি চালানো হয়েছে। এ সময় ভেতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।

তবে বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না, তা নিশ্চিত করতে কাজ চলছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর শুনিনি। বাসটি খাদ থেকে উপরে তুললে বোঝা যাবে পরিস্থিতি।

সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। বেশিরভাগই বাস থেকে নেমে যেতে পেরেছেন। বাসটি টেনে তোলার কাজ চলছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: