21 March 2025 , 4:36:17 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ :
কুষ্টিয়ার কুমারখালীতে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনের গাজায় জায়নবাদী আগ্রাসী ইসরায়েলের বর্বও অমানবিক নিষ্ঠুর হামলার প্রতিবাদে ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে মাদরাসা ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সর্বস্তরের মুসলিম জনতার অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি হলবাজার বক চত্বর দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে বাসস্ট্যান্ড গোল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসাইন, পাথরবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল হালিম, সমাজসেবক আশিকুল ইসলাম চপল, এপিপি এ্যাডঃ রবিউল ইসলাম, ছাত্রনেতা আব্দুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা ইসরায়েল কর্তৃক অমানবিক নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে নিরীহ নিরপরাধ শিশু নারী পুরুষদের হত্যা যজ্ঞ বন্ধ করতে হবে। কোন ইহুদির সঙ্গে মুসলমানদের আপোষ চলে না। বক্তারা সকল ইসরাইলি পন্য বর্জনের আহŸান করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশ নেয়।