সারা দেশ

অসামাজিক কার্যকলাপ বাসা ভাড়া নিয়ে

রংপুরে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ২টায় নগরীর সরদারপাড়া থেকে তাদের আটক করা হয়।

একই দিন বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তররা হলো নীলফামারীর চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের (বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় বহিষ্কৃত) সাবেক সভাপতি আব্দুল বারেক, যশোরের বিপাশা খাতুন এবং দিনাজপুরের সাদিয়া আকতার।

পুলিশ জানায়, সরদারপাড়ার বাসিন্দা মোফাখলারুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জের বীনা রানী নামের এক নারী অসামাজিক ব্যবসা করে আসছিলেন। এই খবরে স্থানীয়রা সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় বীনা পালিয়ে যায়।রংপুর কোতোয়ালি থানার ওসি মোতাসিম বিল্লাহ গণমাধ্যমকে জানান, রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্লাট বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল তারা। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: