ধর্ম

মাত্র সাড়ে ৫ মাসে হলেন কোরআনের হাফেজ হলেন সাফায়াত মুকতাদির

৮ বছর বয়সী শিশু ‘সাফায়াত মুকতাদির প্রান্ত’। মিরপুর রূপনগরে অবস্থিত ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার হিফজ বিভাগের এই ছাত্র মাত্র ১৬৫ দিনে (সাড়ে ৫ মাসে) পবিত্র কোরআন মুখস্থ করেছে। তার মেধা পরিচয়ের এই খবর পুরো মাদরাসায় প্রশংসার ঝড় বইছে।

হিফজুল কোরআন বিভাগের বিস্ময়কর এ মেধাবী শিশুর বাড়ি বগুড়া জেলার মথুরাপুর গ্রামে। তার বাবা মুহাম্মদ মুকুল হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তার মায়ের নাম রুখসানা সুরাইয়া।

এইচ এম সাফায়াত মুকতাদির প্রান্তের শিক্ষক হাফেজ ফরহাদ বিন নাসেরী গণমাধ্যমকে বলেন, মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে।

আমাদের শিক্ষার্থী মুকতাদির মাত্র ১৬৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে। আমরা তার সাফল্য কামনা করি।সাফায়াত মুকতাদির প্রান্তের এই শিক্ষক আরো জানান, মুকতাদিরকে শুরুতে দুই পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে ১১ পৃষ্ঠা করে সবক দেওয়া হয়।

ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মুফতি মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, মুকতাদির চার বছর বয়স থেকে আমাদের এখানে পড়াশোনা করছে। আল্লাহ তাকে দ্বীন শিক্ষার পথে কবুল করেছেন।

%d bloggers like this: