ভিন্ন স্বাদের খবর

পেটে ব্যথা অপারেশনে বেরিয়ে এলো ১২ ইঞ্চির জীবিত মাছ

পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এক ব্যক্তি। এক্স-রে ও আলট্রাসনোগ্রামের পর তার তলপেটে অস্বাভাবিক কিছু দেখতে পান চিকিৎসকরা। এরপর অস্ত্রোপচার করে চোখ কপালে ওঠে তাদের।

ওই ব্যক্তির পেটের ভেতর থেকে উদ্ধার করা হয় ১২ ইঞ্চি দীর্ঘ জীবন্ত ইল মাছ।নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই ব্যক্তি ভিয়েতনামের কুয়াং নিনহ প্রদেশের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে তিনি পেটের যন্ত্রণায় ভুগছিলেন।

কিন্তু মাছটি কীভাবে বেঁচে ছিল, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।এক চিকিৎসক জানান, পেটের ভেতর যে জীবন্ত মাছ আছে এটা তাদের কল্পনাতেও ছিল না। অস্ত্রোপচার করতেই ইল মাছ বেরিয়ে আসে, যা দেখে চমকে যান চিকিৎসকরা।

তবে জীবন্ত ইল ওই ব্যক্তির পেটের ভেতর কীভাবে গেল এমন প্রশ্নের উত্তর মেলেনি। ধারণা করা হচ্ছে, মাছটি মলদ্বার দিয়ে কোলন হয়ে পেটের ভেতর যায়। সংশ্লিষ্টরা জানান, অস্ত্রোপচারটিতে বেশ ঝুঁকি ছিল।

তবে খুব সাবধানতার সঙ্গে মাছটিকে বের করে আনা হয়েছে। সামান্য অস্বস্তি হলেও বর্তমানে সুস্থ আছেন ওই ব্যক্তি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: