সারা দেশ

১১ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

১১ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিবন্ধন না থাকাসহ নানা সমস্যার কারণে ময়মনসিংহে ১১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। নগরীর চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় রোববার বিকেলে অভিযান চালিয়ে সিলগালা করেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা।
তিনি বলেন, ‘মাঝেমধ্যেই অবৈধ প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে সিলগালা করা হচ্ছে, তবে অবৈধ প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালাতে সম্প্রতি সংশ্লিষ্ট অধিদপ্তর থেকেও নির্দেশ এসেছে।
সে অনুযায়ী ২০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে নিবন্ধন না থাকাসহ নানা সমস্যার কারণে ১১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দুইটিকে সতর্ক করা হয়েছে।
এ অভিযান চলমান থাকবে।অভিযানে জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।