23 June 2024 , 1:12:11 প্রিন্ট সংস্করণ
ফাতেমাকে বিয়ের আগে নিজের ধর্ম ত্যাগ করেছেন চীনা যুবক লি সি জাং। সবার সামনে বৌদ্ধ ধর্ম ত্যাগ করেন তিনি। পরে মুসলিম রীতি অনুসারে বিয়ে করেন ফাতেমাকে। ধর্মান্তরিত হয়ে নিজের নতুন নাম রাখেন আলী।ভালোবাসার টানে সুদূর চীন থেকে নাটোরের প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন লি সি জাং নামে এক যুবক। নিজ ধর্ম ত্যাগ করে স্থানীয় মসজিদের ইমামের মেয়েকে করেছেন বিয়ে।
এর মাধ্যমে পূর্ণতা পেয়েছে তাদের ছয় মাসের প্রেম।গত বুধবার সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামে আবু তাহেরের বাড়িতে আসেন চীনের বাসিন্দা লি সি জাং। চীনের সাং সাই এর বাসিন্দা লি পেশায় একজন চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ লাখ টাকা দেন মোহর ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। রোববার আদালতে বিয়ে রেজিস্ট্রারি করা হয়।
ফাতেমার পরিবার ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম উই চ্যাটের মাধ্যমে প্রায় ছয় মাস আগে চীনের সাংহাইয়ের বাসিন্দা প্লাস্টিক সার্জন লি সি জাংয়ের সঙ্গে পরিচয় হয় নাটোরের প্রত্যন্ত গ্রাম বড়বাড়িয়ার ফাতেমা খাতুনের। লি সি জাংয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই চীনা ভাষা রপ্ত করেন ফাতেমা।
ফাতেমা নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের পঞ্চম কন্যা ও নাটোর নবাব সিরাজ -উদ-দ্দৌলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। ফাতেমার বাবা আবু তাহের স্থানীয় কাঠালবাড়িয়া মসজিদের ইমাম।
ফাতেমাকে বিয়ের আগে নিজের ধর্ম ত্যাগ করেছেন চীনা যুবক লি সি জাং। সবার সামনে বৌদ্ধ ধর্ম ত্যাগ করেন তিনি। পরে মুসলিম রীতি অনুসারে বিয়ে করেন ফাতেমাকে। ধর্মান্তরিত হয়ে নিজের নতুন নাম রাখেন আলী।
নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করে লি সি জাং ওরফে আলী বলেন, এ বিয়েতে আমি খুব খুশি। বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে আপন করে পেয়ে খুব উচ্ছ্বাসিত। আশা করছি আমার ভালোবাসার মানুষ সারাজীবন আমার পাশে থাকবে।