21 January 2024 , 5:31:59 প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের গোপালপুরে শ্বাসরোধ দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক নারীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে পৌরসভার সুন্দর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। এ ঘটনায় হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) পুলিশ আটক করেছে। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।
জানা যায়, রাজমিস্ত্রি ফজলু ও তার স্ত্রী আসমা বেগমের সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে অশান্তি বিরাজ করছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানান তিনি। স্থানীয়রা রাতেই ফজলুকে আটক করে পুলিশে দেন।থানার ওসি (তদন্ত) মামুন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।