সারা দেশ

ভাইয়ের হাতে ভাই খুন জমি নিয়ে বিরোধ

ভাইয়ের হাতে ভাই খুন জমি নিয়ে বিরোধ

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ফজলে মাতব্বরের (৬০) মৃত্যু হয়। নিহতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে।

মামলা ও এলাকা সূত্রে জানা যায়, পল্লীপাড়া গ্রামে আপন চাচাতো ভাই ফজলে মাতব্বর ও তৈয়ব আলী মাতব্বরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে ফজলে মাতব্বর কয়েকটি ছবেদা ফলের গাছ লাগাতে যান। তখন তৈয়ব মাতব্বর গাছ লাগাতে বাধা দিলে দুই চাচাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে এবং ভাঙ্গা থানায় কয়েক দফা সালিশবৈঠক হয়। সালিশবৈঠকের সিদ্ধান্ত ফজলে মাতব্বর মেনে না নেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের ফজলে মাতব্বর, তৈয়ব আলী মাতব্বর, সৈয়দ আলী মাতব্বর ও সোহেল মাতব্বর গুরুতর আহত হন।

এর পর গতকাল শুক্রবার রাত ৯টার সময় সংঘর্ষে আহত ফজলে মাতব্বর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশিদ জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।