20 January 2024 , 1:12:49 প্রিন্ট সংস্করণ
শুক্রবার পর্দা উঠছে দেশের সবচেয়ে জনপ্রিয় আর ব্যয়বহুল ঘরোয়া আসর বিপিএলের। উদ্বোধনী দিনে দুপুরে মুখোমূখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা আর সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দলগুলো। এদিকে বিপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে ফরচুন বরিশাল।
তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি।ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বরিশাল। সে ম্যাচের আগে অনুশীলনে পায়ে ব্যথা পেয়ে নেট ছাড়েন দলটির অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দৌড়াতে সমস্যা হওয়ার কারণেই নেট থেকে উঠে যান তিনি।
এদিকে দীর্ঘদিন পর মাঠে নেমে শুরুটা তেমন ভালো হয়নি সাবেক অধিনায়ক তামিম ইকবালের। গত বছরের সেপ্টেম্বরের পর প্রথমবার মাঠে ২২ গজে দেখা গিয়েছে সাবেক অধিনায়ককে। যদিও দীর্ঘ দেড় ঘণ্টা ব্যাট করার পর হাত খুলে খেলেছেন তামিম।এদিকে তামিম-মুশফিকদের পরামর্শক হিসেবে আজেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোরের।
প্রথমবার বিপিএলে দায়িত্ব নিচ্ছেন হোয়াটমোর। যদিও বাংলাদেশে তিনি বেশ পরিচিত নাম। এর আগে টাইগারদের কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। বাংলাদেশের আগে শ্রীলঙ্কার হয়ে দুই দফায় কোচের দায়িত্ব পালন করেন তিনি।
ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল ও প্রান্তিক নওরোজ নাবিল।