সারা দেশ

আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ আহত ২০জন

আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ আহত ২০জন

শরীয়তপুরে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় এখন পর্যন্ত ২০ জনের আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের শরীয়তপুর সদর হাসপতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আসলাম হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, নৌকার বিজয় মিছিল কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্বর্ণঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে নৌকার বিজয় মিছিলে স্থানীয় কাউন্সিলর ফরিদ শেখের নামে স্লোগান দেওয়া স্থানীয় আওয়ামী লীগের অপর গ্রুপ নুরুল হক তালুকদার ও শফিক মল্লিকের ওপর ক্ষিপ্ত হয়।

একপর্যায়ে কাউন্সিলরের নামে স্লোগান দিতে নিষেধ করে। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পা লং মডেল থানার ওসি মিসবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে চৌরাস্তা এ লাকায় দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে।

আরও খবর

Sponsered content